করোনা-আবহে খুলে গেল রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলার ১০৮টি পুরসভায় নির্বাচন। প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। নেতাজির হলোগ্রাম মূর্তিতেও অন্তর্ধান রহস্য! রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস। বেজিংয়ে শীতকালীন অলিম্পিক বয়কট ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 2 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- তৃণমূলের চেয়ারপার্সন মমতাই, ‘৪২-এ ৪২ চাই’- বার্তা দলনেত্রীর
বিস্তারিত খবর:
1. করোনা আবহে ফের বাজল স্কুলের ঘণ্টা। মাস খানেক পর বৃহস্পতিবার ফের খুলে গেল রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। চেনা ছন্দে ফিরল রাজ্যের স্কুলগুলি। সরস্বতী পুজোর হাতে মাত্র একদিন, তাই স্কুল খুলতেই পুজো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে পড়ুয়ারা।
২০২০ সালে করোনার জেরে বন্ধ করে দিতে হয়েছিল স্কুল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চলছিল অফলাইনে ক্লাস। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে ফের বন্ধ করে দেওয়া হয় স্কুল। শেষে গতবছরের নভেম্বরে ফের খুলে দেওয়া হয়েছিল স্কুল-কলেজ। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের দাপট বাড়তেই ফের বন্ধ হয়ে যায় স্কুল। রাজ্যে জারি হয় কড়া বিধিনিষেধ। সংক্রমণ খানিকটা আয়ত্তে আসতেই শিথিল হতে থাকে নিষেধাজ্ঞা। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
সেই মতোই বৃহস্পতিবার থেকে খুলে গেল রাজ্যের স্কুলগুলি। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে অফলাইনে। কলেজ-সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম। তবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস হবে পাড়ায় শিক্ষালয়ে। আর প্রাথমিক স্তরের পড়ুয়াদের ক্ষেত্রে এখনও চলছে অনলাইন ক্লাস। তবে এতদিন বাদে স্কুল খোলায় কার্যতই খুশি পড়ুয়ারা। তার উপর সামনেই সরস্বতী পুজো। তবে প্রত্যেককে কঠোরভাবে মানতে হচ্ছে করোনা বিধি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করাও বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে।
2. বাংলার ১০৮ পুরসভায় নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, একদফায় হবে ভোটগ্রহণ। আগামী ২৭ ফেব্রুয়ারি পুরনির্বাচন। এদিন থেকেই লাগু হয়ে যাচ্ছে আদর্শ আচরণবিধি।
কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ৯ তারিখ পর্যন্ত চলবে মনোনয়নপত্র গ্রহণ। ১০ তারিখ হবে স্কুটিনি অর্থাৎ মনোনয়নপত্র পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১২ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ২৭ ফেব্রুয়ারি। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। তবে আদালতের নির্দেশ মেনে দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ হবে না। ৮ মার্চের মধ্যে পুরভোট সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া মিটিয়ে ফেলতে হবে। তবে ভোটগণনার দিন এখনও জানানো হয়নি।
রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই পুরভোটের প্রচারের বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। বাড়ানো হতে পারে দৈনিক ভোটপ্রচারের সময়সীমা। বর্তমানে ভোট গ্রহণের ৭২ ঘণ্টা আগেই শেষ করতে হয় প্রচার। এবার সেই সময়সীমা কমানো হতে পারে। বুধবারের সর্বদল বৈঠকে এ বিষয়ে আরজি জানিয়েছিল সকল রাজনৈতিক দল। তাঁদের সেই আরজি পর্যালোচনা করা হতে পারে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক সৌরভ দাস।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।