পেগাসাস নিয়ে বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর। গোয়ায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ তৃণমূলের। কবীর সুমনের ভাইরাল অডিও ক্লিপের জল গড়াল থানায়। চলতি বছরের বাজেট অধিবেশনে নেই জিরো আওয়ার এবং কোশ্চেন আওয়ার। করোনা আতঙ্ক কাটিয়ে খুলছে পুরীর মন্দির। রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বৃষ্টিতে মাটি হতে পারে এবারের সরস্বতী পুজো।
হেডলাইন:
আরও শুনুন: 27 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, দেখে এলেন মুখ্যমন্ত্রী
বিস্তারিত খবর:
1. পেগাসাস বিতর্কে এবার নয়া মোড়। বিস্ফোরক দাবি করলেন রাহুল গান্ধী। মোদি সরকারই ওই সফটওয়্যার কিনেছে বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে ‘বিশ্বাসঘাতক’ বলে তোপ দেগেছেন কংগ্রেস নেতা। ‘নিউ ইয়র্ক টাইমসে’ প্রকাশিত একটি রিপোর্টের উল্লেখ করেই মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ২ বিলিয়ন ডলারের বিনিময়ে ইজরায়েলের থেকে ওই সফটওয়্যার কিনেছিল কেন্দ্র। ওই সময় ইজরায়েলের সঙ্গে ভারতের একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছিল। এর মধ্যেই ছিল পেগাসাসও। স্বাভাবিক ভাবেই রিপোর্টটি নিয়ে হইচই পড়ে গিয়েছে। এদিন সেই রিপোর্টের উল্লেখ করে টুইট করেন রাহুল। তিনি লেখেন, ”মোদি সরকার পেগাসাস কিনেছিল বুনিয়াদি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, সরকারি কর্মী, বিরোধী নেতানেত্রী,সশস্ত্র বাহিনী ও বিচার ব্যবস্থায় আড়ি পাততে। এটা বিশ্বাসঘাতকতা। মোদি সরকার বিশ্বাসঘাতকতা করেছে।”
কেবল রাহুলই নন, অন্য শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারাও মুখ খুলেছেন এই বিতর্কে। টুইটারে মোদি সরকারকে আক্রমণ করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও।
2. গোয়া দখলের লড়াইয়ে মহিলা ভোটকেই পাখির চোখ করেছে তৃণমূল। তাই তাঁদের কাছে টানতে মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ইস্তেহারেও মিলল তার প্রতিফলন। সেখানেও মহিলা ক্ষমতায়নের উপরে অনেকখানিই জোর দিয়েছে দল। সঙ্গে যুক্ত হয়েছে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং বেকারত্ব বিমা।
শনিবার তৃণমূল এবং এমজিপি নেতৃত্ব যৌথভাবে ইস্তেহার প্রকাশ করেছে। সেখানে গোয়ার জিডিপি বৃদ্ধি শুরু করে রয়েছে ‘যুবশক্তি’ প্রকল্প, ইউনিভার্সাল হেলথ কার্ডের মতো একাধিক প্রতিশ্রুতি। মেয়েদের কথা ভেবে বলা হয়েছে গৃহলক্ষ্মী প্রকল্পের কথা, যেখানে গোয়ার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে সরাসরি মাসিক ৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বেসরকারি ক্ষেত্র-সহ সমস্ত চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি থেকে শুরু করে গৃহহীনদের বাড়ি তৈরিতে অনুদান- এমনই একাধিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হয়েছে তৃণমূলের ইস্তেহারে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।