পুষ্পা-জ্বরে কাবু দুনিয়া। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে ওই ছবির একাধিক গানে পা মেলাচ্ছেন টলি থেকে বলি। আজকাল হলি-বলি-টলির পাশাপাশি তাই জেন ওয়াইদের ওয়াচ লিস্টে জায়গা করে নিচ্ছে প্রচুর দক্ষিণী ছবিও। মন কাড়ছেন বহু দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীরাই। অন্যান্য ভাষার ছবিতেও ডাক পাচ্ছেন তাঁরা। একেকটি ছবি করার জন্য তাঁদের পারিশ্রমিকের অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। জানেন, কোন কোন দক্ষিণী অভিনেত্রীদের পারিশ্রমিক সব চেয়ে বেশি? আসুন, শুনে নিই।
সাম্প্রতিক কালে সব ধরনের দর্শকের কাছেই দক্ষিণী ছবির জনপ্রিয়তা জোরদার। গল্পের দিক থেকে বলুন বা অভিনয়- সব দিকেই বাজিমাত করছেন দক্ষিণী সিনেদুনিয়া। ‘বাহুবলী’ থেকে শুরু করে ‘কেজিএফ’, ‘জয় ভীম’ থেকে হাল আমলে ‘পুষ্পা’- বহু দক্ষিণী ছবিই হিটের নিরিখে তাক লাগিয়ে দিয়েছে অন্যান্য ইন্ডাস্ট্রিকে। এর সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে দক্ষিণী ইন্ডাস্ট্রির নায়িকাদের পারিশ্রমিকের অঙ্কও।
আরও শুনুন: নেটদুনিয়া মাতিয়ে রাখেন যমজ বোন চিঙ্কি-মিঙ্কি, তাঁদের আসল পরিচয় জানেন?
রশ্মিকা মন্দানাকে চেনেন নিশ্চয়ই। ‘পুষ্পা’ ছবির নায়িকা তিনি। ইতিমধ্যেই বহু কন্নড়, তামিল, তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি। করেছেন দুটি হিন্দি ছবিও। সিনেমা প্রতি তিনি নেন ২ থেকে আড়াই কোটি টাকা। আসা যাক সামান্থা প্রভুর কথায়। যাঁর সঙ্গে দক্ষিণী ছবির নায়ক নাগা চৈতন্যর বিবাহবিচ্ছেদ ঘিরে তোলপাড় নেটদুনিয়া। শোনা যাচ্ছে, ফের কাছাকাছি আসছেন দুই শিল্পী। মূলত তামিল ও তেলুগু ছবিতে অভিনয় করলেও ‘ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে ‘রাজি’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন সামান্থা। ইতিমধ্যেই চার বার ফিল্মফেয়ার পুরস্কার ঝুলিতে পুরেছেন সামান্থা। তা এ হেন অভিনেত্রীর পারিশ্রমিক যে একটু উপর দিকে হবেই, তা তো বলাই বাহুল্য। একটি সিনেমা বা ওয়েব সিরিজ করতে সামান্থা নেন ৩-৮ কোটি টাকা মতো।
আরও শুনুন: অনুপ্রেরণা ‘রামায়ণ’, করণের ‘কভি খুশি কভি গম’ ধরে রেখেছে আধুনিক রাম-লক্ষ্মণকে
‘বাহুবলী’ সিনেমার দেবসেনা চরিত্রটিকে ভোলেননি নিশ্চয়ই। সেই চরিত্রে মন কেড়েছিলেন অনুষ্কা শেট্টি। ২০০৫ সালে কেরিয়ার শুরু করেন অনুষ্কা। এরমধ্যেই তিন-তিনবার ফিল্ম ফেয়ার পেয়েছেন। অনুষ্কা এক একটি ছবি করতে নেন মোটামুটি ৬ কোটি টাকার কাছাকাছি। ‘বাহুবলি’র দেবসেনাকে মনে থাকলে শিবগামীকেও ভোলেননি নিশ্চয়ই। সেই চরিত্রে মন কেড়েছিলেন অভিনেত্রী রাম্যা কৃষ্ণান। তেলগু, তামিল, কন্নড়, মালায়লম ও হিন্দি, এই পাঁচ ভাষায় আড়াইশোরও বেশি ছবি করেছেন রাম্যা। ঝুলিতে রয়েছে চারটি ফিল্ম ফেয়ারও। একেকটি ছবি করতে তিনি নেন ১ থেকে আড়াই কোটি টাকার কাছাকাছি।
বাকি অংশ শুনে নিন।