রাজ্যের ৪ পুরনিগমের ভোটের ফলপ্রকাশ ১৪ ফেব্রুয়ারি। সামান্য নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ। নতুন করে চিন্তা বাড়াল রাজ্যের পরিসংখ্যান। বুস্টার ডোজ হিসাবে ব্যবহৃত হবে করোনার ন্যাজাল ভ্যাকসিন। ট্রায়ালে ছাড়পত্র দিল DCGI। আপাতত স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়। ফুসফুসেও সংক্রমণ ছড়িয়েছে করোনা আক্রান্ত শিল্পীর। পর্যবেক্ষণে পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড।
হেডলাইন:
আরও শুনুন: 27 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়, দেখে এলেন মুখ্যমন্ত্রী
আরও শুনুন: 26 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- কোভিডবিধি মেনেই ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের উদযাপন দেশজুড়ে
বিস্তারিত খবর:
1. রাজ্যের স্কুল-কলেজ খোলার দাবিতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। শুক্রবার তার সবকটির একসঙ্গে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কবে নাগাদ স্কুল খোলার কথা ভাবছে রাজ্য সরকার? এ নিয়ে সওয়াল-জবাবে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আবেদন করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও এক সপ্তাহ সময় লাগবে। সেই আবেদন মঞ্জুর করেন প্রধান বিচারপতির বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি।
শুক্রবারের সওয়াল-জবাবে রাজ্যের পক্ষে এজি জানান, রাজ্য সরকারই স্কুল খুলতে সবচেয়ে আগ্রহী। কারণ, সরকারের মতে অনলাইন ক্লাসের চেয়ে ক্লাসরুমে সশরীরে গিয়ে পড়াশোনা অনেক বেশি ফলপ্রসূ। কিন্তু এখনও ছোটদের করোনা ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি। সূত্রের খবর, ছোটদের ৮৫ শতাংশ টিকা না হলে স্কুলে পড়ুয়াদের আনতে চায় না সরকার। যদিও মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য, এভাবে সময় নষ্ট করছে সরকার।
আগামী এক সপ্তাহের মধ্যে স্কুল খোলার চূড়ান্ত দিনক্ষণ জানাতে পারে রাজ্য সরকার। যদিও এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, এমনই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর দিনক্ষণ জানালে, তবেই তা আদালতে পেশ করতে পারেন অ্যাডভোকেট জেনারেল। আগামী ১৪ তারিখের শুনানিতেই কি স্পষ্ট হবে স্কুল খোলার দিনক্ষণ? সেদিকে তাকিয়ে সব মহল।
2. আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরনিগমে ভোট। ফলপ্রকাশ কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে ভোটের ফলপ্রকাশের দিন ঘোষণা হল। জানিয়ে দেওয়া হয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি চার পুরনিগমের ভোটের ফলপ্রকাশ হবে।
কলকাতা পুরসভায় ভোটের ফলপ্রকাশের পরই বকেয়া পুরভোটগুলির দাবি আরও জোরাল হয়। কলকাতা হাই কোর্টের তরফে যত তাড়াতাড়ি সম্ভব ভোট করার কথা বলা হয় রাজ্য সরকারকে। সেই অনুযায়ী রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গত ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমে ভোটের দিন স্থির করা হয়। তবে করোনার বাড়বাড়ন্তে পিছিয়ে যায় ভোট। আগামী ১২ ফেব্রুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরনিগমে ভোটাভুটি। আর ১৪ ফেব্রুয়ারি, সোমবার, রাজ্যের চার পুরনিগমের ভোটের ফলপ্রকাশ হবে বলে এবার জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।