গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল সংক্রমণ।যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচলে বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন অখিলেশ। পাঁচ রাজ্যের আসন্ন ভোটে কোনও দলকেই সমর্থন করবে না সংযুক্ত কিষান ইউনিয়ন। বিজেপিতে যোগ প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ভাই বিজয় রাওয়াতের। বিদায় জানাবেন টেনিস কোর্টকে। ঘোষণা সানিয়া মির্জার।
হেডলাইন:
আরও শুনুন: 17 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- রাজ্যে বিধিনিষেধে ছাড়, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা
বিস্তারিত খবর:
1. গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১, ৪৪৭ জন রাজ্যবাসী। যা আগের তুলনায় খানিকটা বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে রাজ্যে করোনার বলি ৩৮ জন। সুস্থতার হার ৯১.০৯ শতাংশ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ২,১৫৪ জন কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে এই জেলা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ১৪ জন। যা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়েছে ওই জেলার বাসিন্দাদের।
এদিকে উদ্বেগ বাড়িয়ে বুধবার একধাক্কায় অনেকটা বাড়ল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বেড়েছে অ্যাকটিভ কেসও।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। যা আগের দিনের থেকে ৪৪ হাজার ৮৮৯ জন বেশি। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, অসম, বাংলার মতো রাজ্যগুলি। দেশের পটিজিভিটি রেট ফের বেড়ে হয়েছে ১৫.১৩ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের।
2. দেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াল কেন্দ্র। বুধবার এই সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল অসামরিক বিমান পরিষেবার ডিরেক্টর জেনারেল বা ডিজিসিএ।
নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবার উপর নিষেধাজ্ঞার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তবে পণ্যবাহী বিমানের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। বায়ো বাবলের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল করছে সেই রীতিতেও কোনও হেরফের করা হয়নি। এদিকে করোনা মহামারী যে এখনই শেষ হচ্ছে না স্পষ্ট করেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টুইটারেও উদ্বেগ প্রকাশ করেছেন WHO প্রধান। তিনি লেখেন, ‘‘সারা বিশ্বেই দাপট দেখাচ্ছে ওমিক্রন। যে সব দেশের টিকাকরণের হার কম, তাদের নিয়ে উদ্বিগ্ন রয়েছি। কেননা টিকা না নেওয়া ব্যক্তির অসুস্থতা ও মৃত্যুর সম্ভাবনা অনেক গুণ বেশি। আমার সকলের কাছে আরজি, সংক্রমণের ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্য ব্যবস্থার উপরের চাপ কমাতে নিজেদের পক্ষে যেটা সেরা সেটাই করুন।’’ এই পরিস্থিতির কারণেই আরও একবার ব্যাহত হল বিমান পরিষেবা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।