১৬০তম জন্মজয়ন্তীতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য মোদি-মমতার। দেশে একদিনে করোনা আক্রান্ত প্রায় ২ লাখ। গঙ্গাসাগরের পুণ্যার্থীদের হুঁশিয়ারি মমতার। রেকর্ড কোভিড পরীক্ষায় দৃষ্টান্ত স্থাপন ডায়মন্ড হারবারের। ফের করোনার ছায়া টলিপাড়ায়। করোনা আক্রান্ত প্রসেনজিৎ। রিপোর্ট পজিটিভ স্বস্তিকারও।
হেডলাইন:
আরও শুনুন: 11 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- গঙ্গাসাগর মেলায় বাধ্যতামূলক জোড়া টিকা, কড়াকড়ি বাড়ল আরও
আরও শুনুন: 10 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- দেশে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, শুরু বুস্টার ডোজের টিকাকরণ
বিস্তারিত খবর:
1. স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে টুইট করে স্বামীজির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী। লেখেন, ‘‘মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। জাতীয় জাগরণের প্রতি তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বহু তরুণকে তিনি অনুপ্রাণিত করেছেন দেশ গড়ার কাজে। তিনি আমাদের দেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, আসুন আমরা একসঙ্গে তা সত্যি করে তুলতে চেষ্টা করি।’’
পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন স্বামী বিবেকানন্দকে। তাঁর পোস্টে তিনি তুলে ধরেছেন স্বামীজির বাণী— ‘‘তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে।… আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও।’’ এদিন সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাসভবনেও যান মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ‘জাতীয় যুব দিবস’ হিসেবে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনটি। ১৯৮৪ সালে প্রথমবার এই দিনটিকে যুব দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকার।
2. করোনার তৃতীয় ঢেউয়ে দাপটে কাঁপছে গোটা দেশ। হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। শহরাঞ্চলের গণ্ডি পেরিয়ে গ্রামাঞ্চলেও বাড়ছে পজিটিভিটি রেট। স্বাস্থ্যমন্ত্রক বলছে, এই মুহূর্তে দেশের ১৩২টি জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। দেশের পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে হয়েছে ১১.০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬০ হাজার ৪০৫ জন। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৪ হাজার ৮৬৮ জন। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪৪২ জন।
করোনার সংক্রমণে ব্যতিব্যস্ত এ রাজ্যও। ১৫ তারিখ পর্যন্ত বাংলায় জারি রয়েছে কোভিডবিধি। তবে এদিন রাজ্যবাসীকে আতঙ্কের পরিবেশ থেকে বের করে আনতে অভয়বাণী শোনালেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বুধবার বাবুঘাটে উপস্থিত হয়ে তিনি বলেন, ”কোভিড জয় করেছি, ওমিক্রনের দাপটও রুখে দেব। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন। প্রয়োজনে ডাবল মাস্ক পরুন। অযথা ভয় পাবেন না।” গঙ্গাসাগর মেলা সম্পর্কেও পুণ্যার্থীদের সতর্ক করেছেন তিনি। বলে দেন, আদালতের নির্দেশ মেনেই পূণ্যস্নানে যান।
এদিকে, করোনা মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার। স্বামীজির জন্মদিনে সেখানে ৫৩ হাজারের বেশি করোনা টেস্ট হল। পজিটিভিটি রেট ২.১৬ শতাংশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।