সাগরদ্বীপকে ‘নোটিফায়েড জোন’ ঘোষণা আদালতের। ৪ এলাকার করোনা তথ্য তলব হাইকোর্টের। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে ভুল তথ্য দেওয়ার অভিযোগ। হদিশ মিলল ওমিক্রনের নয়া উপপ্রজাতির। আন্তঃরাজ্য পর্যটনের ক্ষেত্রে বদল হচ্ছে নিয়ম। এসএসসি বিতর্কের জের। চেয়ারম্যান বদল করল রাজ্য সরকার। করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর। আক্রান্ত বাংলার সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও।আইপিএলের নয়া দুই ফ্র্যাঞ্চাইজিকে ছাড়পত্র দিল BCCI।
হেডলাইন:
আরও শুনুন: 10 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- দেশে ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ, শুরু বুস্টার ডোজের টিকাকরণ
আরও শুনুন: 9 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- উদ্বেগ বাড়াচ্ছে দেশের কোভিড পরিস্থিতি, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
বিস্তারিত খবর:
1. গঙ্গাসাগর মেলায় প্রবেশের নিয়মকানুনে আরও কড়াকড়ি। মঙ্গলবার হাই কোর্টের তরফে জারি করা হল নয়া নিয়ম। করোনা ভ্যাকসিনের জোড়া ডোজ ছাড়া মেলায় প্রবেশ করা যাবে না। কারণ, গোটা সাগরদ্বীপ এলাকাকেই এই মুহূর্তে ‘নোটিফায়েড জোন’ বলে ঘোষণা করেছে প্রশাসন। এছাড়া মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে RT-PCR রিপোর্ট নেগেটিভ হতে হবে বলেও জানাল নয়া নির্দেশিকা।
কোভিডবিধি ঠিকমতো পালিত হচ্ছে কি না, তা দেখার জন্য আগেকার তিন সদস্যের কমিটি বাতিল করে নতুন কমিটি গড়ল আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং লিগাল এইডের সদস্য রাজু মুখোপাধ্যায়কে নিয়ে তৈরি হল নতুন কমিটি। কোথাও কোনওরকম নিয়ম লঙ্ঘিত হচ্ছে মনে করলে মেলা বন্ধের সুপারিশ করতে পারবে কমিটি। আর উচ্চ আদালতও সেই সুপারিশ মেনে মেলা বন্ধের নির্দেশ দিতে পারে। বিচারপতিরা এও জানান, মেলায় কোনওরকম বিশৃঙ্খলা তৈরি হলে, তার জন্য দায়ী থাকবেন মুখ্যসচিব।
এদিকে করোনা আবহেও ছোট পরিসরে চলবে বীরভূমের অন্যতম ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলা। মকর সংক্রান্তির ভোরে অজয় নদে পুণ্যস্নান করতে পারবেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার এ কথা জানিয়েছেন বোলপুরের বিধায়ক। যাতে কারও রুজিরুটিতে টান না পড়ে, এবং ধর্মীয় ভাবাবেগে যাতে আঘাত না লাগে, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তবে এতে সংক্রমণ আরও ছড়ানোর আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা।
2. করোনা আবহে রাজ্যের চার পুরনিগমের ভোট। আগামী ২২ তারিখ ভোট হবে বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি ও আসানসোলে। এদিকে অতিমারী পরিস্থিতিতে হুহু করে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় ভোট বন্ধ করার দাবিতে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানিতে এই চার নির্বাচনী এলাকার কোভিড সংক্রান্ত বিস্তারিত তথ্য চাইল আদালত।
প্রসঙ্গত, যে চারটি জেলার পুরনিগমে ভোট আছে, তার তিনটিতেই সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। কলকাতার পরেই সবচেয়ে বেশি সংক্রমণের হার উত্তর ২৪ পরগনায়। এই জেলার বিধাননগরেও পুরভোট হওয়ার কথা। সাম্প্রতিক পরিসংখ্যান থেকে স্পষ্ট যে হুগলি ও পশ্চিম বর্ধমানেও করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এই দুই জেলার চন্দননগর ও আসানসোল পুরনিগমে ভোট ২২ তারিখ।
মঙ্গলবার ভোট সংক্রান্ত শুনানিতে আদালতের কাছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেশ করে রাজ্য সরকার। এরপরই প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, যে চার পুরনিগমে ভোট, সেসব এলাকায় কটি কনটেনমেন্ট জোন, কতজন রোগী আক্রান্ত– এসব তথ্য বিস্তারিতভাবে দিতে হবে আদালতকে। আগামী ১৩ তারিখ ফের মামলার শুনানি। ওই দিন রাজ্য সরকারকে এই চার এলাকার করোনা পরিসংখ্যান পেশ করতে হবে হাই কোর্টে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।