দেশে শুরু বুস্টার ডোজের টিকাকরণ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ইস্যু মামলায় নয়া মোড়। নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ল সুপ্রিম কোর্ট। করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাঠালেন ফল। ফের গঙ্গাসাগর মেলা বন্ধের আরজি। আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের আরও ৫ মামলা।
হেডলাইন:
আরও শুনুন: 9 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- উদ্বেগ বাড়াচ্ছে দেশের কোভিড পরিস্থিতি, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
আরও শুনুন: 8 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- অতিমারী আবহে ভোট ঘোষণা ৫ রাজ্যে, ৭ দফায় ভোট উত্তরপ্রদেশে
বিস্তারিত খবর:
১। নতুন সপ্তাহের প্রথম দিন দেশের কোভিড গ্রাফের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহতই। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। মৃত্যু হয়েছে ১৪৬ জনের। রবিবারের তুলনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার বাড়ল ১২.৬ শতাংশ। পজিটিভিটি রেট ১৩.২৯%। অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে,পাঁচটি রাজ্যের লাগামছাড়া সংক্রমণের কারণেই দেশের করোনা গ্রাফ এতটা লাফিয়ে বেড়েছে। এই পাঁচ রাজ্যের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরই রয়েছে পশ্চিমবঙ্গ। করোনা আক্রান্ত খোদ দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও।
সোমবার স্বাস্থ্যদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। এর মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ৫,৫৬৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৪,২৯৭ জন। আরও তিন জেলায় হাজারের গণ্ডি পেরিয়েছে দৈনিক সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, এবং পশ্চিম বর্ধমানের একদিনে সংক্রমিত যথাক্রমে ১,২৫৫, ১,৬২৫ এবং ১০০৮ জন। তবে উদ্বেগজনক রাজ্যের পজিটিভিটি রেট।
এই উদ্বেগের মাঝেই সোমবার থেকে দেশে শুরু হল করোনা টিকার বুস্টার বা প্রিকশন ডোজ দেওয়ার কাজ। প্রথম সারির করোনা যোদ্ধা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মী এবং ষাটোর্ধ্ব কো-মরবিড রোগীদের প্রথমে এই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের। রাজ্যের মোট ২২ লক্ষ ষাটোর্ধ্ব ব্যক্তি, ১০.৫ লক্ষ স্বাস্থ্যকর্মী এবং ৭.৫ লক্ষ প্রথম সারির যোদ্ধা পাচ্ছেন বুস্টার ডোজ। অন্যদিকে, ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের কাজও চলছে জোরকদমে।
২। প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাফিলতির ঘটনায় চার সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ল সুপ্রিম কোর্ট। কমিটির শীর্ষে থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। বাকি তিন সদস্য হিসেবে থাকছেন চণ্ডীগড়ের ডিরেক্টর জেনারেল অব পুলিশ, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ-র আইজি এবং হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল। এই অবস্থায় পাঞ্জাব সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তদন্ত স্থগিতের নির্দেশ দিল শীর্ষ আদালত।
পাঞ্জাব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গাফিলতি হয়েছে, এই অভিযোগে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। ওই মামলার প্রথম দিনের শুনানিতেই শীর্ষ আদালতকে কেন্দ্র জানিয়েছিল, প্রধানমন্ত্রীর নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। এরপর সোমবারের শুনানিতে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত।
প্রসঙ্গত, পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গাফিলতিতে ইতিমধ্যে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। ব্যবস্থা নেওয়া হয়েছে পাঞ্জাবের ভাতিণ্ডার সিনিয়র পুলিশ সুপারের বিরুদ্ধে। অন্যদিকে ভোটমুখী পাঞ্জাবে বিষয়টিকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তর্জা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।