অতিমারী আবহে ভোট ঘোষণা পাঁচ রাজ্যে। ৭ দফায় ভোট উত্তরপ্রদেশে। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় ১৯ হাজার। সংক্রমণ সামান্য কমল কলকাতায়। আক্রান্তের সংখ্যা ৭৩৩৭। নাড্ডার পর এবার সফর বাতিলের সিদ্ধান্ত অমিত শাহের। পুরভোটের আগে বঙ্গে আসছেন না স্বরাষ্ট্রমন্ত্রী।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. করোনা আবহেই বেজে গেল পাঁচ রাজ্যে ভোটের ঘণ্টা। শনিবারই ভোটের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৭ দফায় হবে উত্তরপ্রদেশের নির্বাচন। মণিপুরে ভোট হবে ২ দফায়। বাকি রাজ্যগুলিতে ভোট এক দফায়। ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট। দফায় দফায় ভোটগ্রহণ চলবে চলবে ৭ মার্চ পর্যন্ত। ভোটগণনা আগামী ১০ মার্চ।
শনিবার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র জানিয়েছেন, সংবিধান মেনে সময়মতো নির্বাচন করতে তারা বাধ্য। তাই করোনা বিধি মেনেই নির্ধারিত সময়েই ভোট হবে। সেই মতো সমস্তরকম ব্যবস্থাও করা হচ্ছে। শুধু তাই নয়, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ভোটমুখী রাজ্যগুলিতে কোনও রাজনৈতিক দল রোড শো, পদযাত্রা, সাইকেল-বাইক মিছিল করতে পারবে না। কোনও জনসভা করা যাবে না। ১৫ জানুয়ারির পরও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনও সভা বা পথসভা করা যাবে না। করা যাবে না বিজয় মিছিলও। করোনা বিধি মেনে প্রচারের জন্য প্রার্থীদের ভোটপ্রচারের খরচের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে বিধানসভা পিছু প্রচারে ৪০ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন প্রার্থীরা। মণিপুর এবং গোয়ায় এই সীমা হবে ৩৮ কোটি টাকা।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রথমবার করোনা আক্রান্তরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা কমিয়ে ১ হাজার ২৫০ জন করা হয়েছে। এর ফলে ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
2. লাগামছাড়া সংক্রমণে যেন খানিকটা লাগাম পড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোভিড গ্রাফ সামান্য ঊর্ধ্বমুখী। অল্প হলেও সংক্রমণ কমেছে কলকাতায়। রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৮০২ জন, মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ৭৩৩৭, শুক্রবার যা ছিল ৭৪৮৪ জন। এটাই অবশ্য কোভিড গ্রাফের শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান। তবে রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে এ দিন দাবি করা হয়েছে, বঙ্গে আক্রান্ত খুদেদের মধ্যে ৬৯.২ শতাংশই করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে ভুগছে। রাজ্য স্বাস্থ্যদপ্তরের তথ্যানুযায়ী অভিভাবকদের দুশ্চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে।
তবে এবার ১২ ঊর্ধদের টিকাকরণেরও পরিকল্পনা নিচ্ছে কলকাতা পুরসভা বলেই জানা যাচ্ছে.
রাজ্যে সংক্রমেণের গ্রাফ অন্য দিনের তুলনায় লাগামে এলেও দেশে ছবিটা কিন্তু একই রকম দুশ্চিন্তার। গত ২৪ ঘণ্টাতে দেশজুড়ে একলাফে ২১.৩ শতাংশ বাড়ল সংক্রমণ। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। যার ফলে বর্তমানে দেশে মোট সংক্রমিত বেড়ে হল ৩ কোটি ৫৩ লক্ষ ৬৮ হাজার ৩৭২। পটিজিভিটি রেট ৯.২৮ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে পাঁচ রাজ্য। মহারাষ্ট্রে যেমন গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৪০ হাজারের গণ্ডি। তালিকায় এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। একদিনে এ রাজ্যে ১৮,২১৩ জন আক্রান্ত। বাংলার পর রয়েছে রাজধানী দিল্লি যেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৭,৩৩৫ জন। তামিলনাড়ু ও কর্ণাটকে একদিনে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৮,৯৮১ ও ৮৪৪৯। এদিকে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,০৭১। যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,২০৩ জন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।