১৫ জানুয়ারির পর রাজ্যে আরও কড়া হতে পারে বিধিনিষেধ। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ১০ কোটি টিকাকরণ সম্পূর্ণ বঙ্গে। স্থগিত মেলার ভবিষ্যৎ নিয়ে হাইকোর্টের রায়দান। কোভিড পরিস্থিতি মেনেই হোক গঙ্গাসাগর মেলা। তিনদিনে ১ কোটি ছাড়াল ছোটদের করোনা টিকাকরণ। ইটালি থেকে পঞ্জাবে আসা বিমানের ১২৫ জন যাত্রী করোনা পজিটিভ। সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা-বিধায়ক সোহম। অবশেষে দিল্লি পুলিশের জালে বুল্লিবাই অ্যাপের নির্মাতা। মহিলাদের আইসিসি বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করল ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 4 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- রাজ্যে একদিনে আক্রান্ত ৯০৭৩, করোনা সংক্রমণ বাড়ল দেড় গুণ
বিস্তারিত খবর:
1. নতুন বছরের শুরুতেই আতঙ্ক হয়ে উঠেছে করোনা ভাইরাসের একাধিক নয়া স্ট্রেন। হু হু করে রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। তা রুখতে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে নতুন করে একাধিক বিধিনিষেধ জারি হয়েছে। তবে পরিস্থিতি ভয়াবহ হতে থাকায় রাজ্যে আরও কড়া কোভিডবিধি জারি হতে পারে। বৃহস্পতিবার ভারচুয়াল সাংবাদিক সম্মেলনে স্পষ্টভাবে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন তিনি সাংবাদিক সম্মেলনে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি নিয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন। মাস্ক ব্যবহার কার্যত বাধ্যতামূলক হতে চলেছে। তবে এ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ”মাস্ক কম্পালসারি, হাতে হ্যান্ডগ্লাভস বা স্যানিটাইজার। মেয়েরা চুল ঢাকুন। মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, হেডস্কার্ফ মাস্ট। প্রশাসন জোর করে মাস্ক পরাতে পারবে না। নিজেরা দয়া করে মাস্কটা পরুন। পুলিশকেও বলছি, এবার একটু কড়া হাতে এসবের মোকাবিলা করুন।” এই মুহূর্তে বাড়ির কেউ করোনা আক্রান্ত হলে, সেই পরিবারের বাকি সদস্যরাও কম মেলামেশা করুক, একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরনো-সহ একাধিক পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। জোর দিয়েছেন ওয়ার্ক ফ্রম হোমে।
আজও রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল বেশ উপরদিকেই। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫,৪২১ জনের। তার মধ্যে কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৬৫৬৯। মৃতের সংখ্যা ১৯। কোভিড সংক্রমণকে বাগে আনতে এই মুহূর্তে কী কী করণীয়, তা বিশদে এদিন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এও বলেন, “ট্রেন বন্ধ করে দিলে প্রচুর মানুষের অসুবিধা হবে। মানুষের রুটিরুজি বন্ধ হয়ে যাক, এটা তো হতে পারে না। তাই বলছি, আপনারা নিজেরা মাস্ক পরুন, সতর্ক হয়ে চলাফেরা করুন।” তারপরই তাঁর বার্তা, ”এসবে যদি সংক্রমণ না কমে, তাহলে আরও কড়া পদক্ষেপ নিতে হবে আমাদের।” তাঁর এই মন্তব্যের পরই ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, ১৫ জানুয়ারির পর থেকে আরও কড়া বিধিনিষেধ জারি হতে পারে রাজ্যে।
2. হু হু করে বাড়ছে রাজ্যে করোনাসংক্রমণ। কড়া বিধিনিষেধ জারি হয়েছে বঙ্গে। এই পরিস্থিতিতে একটাই স্বস্তির খবর। ইতিমধ্যেই প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে রাজ্যের ১০ কোটি কোভিড টিকাকরণ সম্পূর্ণ। এখনও দ্বিতীয় ডোজ যাঁরা নেননি, তাঁদের ভ্যাকসিন নেওয়ার আরজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এখনও পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে কত টিকাকরণ হয়েছে, সে পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, এখনও পর্যন্ত মোট টিকাকরণ ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ৭। এবং ১৮ বছরের ঊর্ধ্বে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জন। বাকি ৪ কোটি ১৯ লক্ষ ৩ হাজার ৭৩৭ জন প্রাপ্তবয়স্ক দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। ১৫ থেকে ১৮ বছর বয়সি ৪ লক্ষ ৫৬ হাজার ১৩৮ জন টিকার প্রথম ডোজ নিয়েছে। করোনার বাড়বাড়ন্তের মাঝে এই পরিসংখ্যান যথেষ্ট স্বস্তির, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
তবে আরও কোভিড টিকা কেন্দ্রকে রাজ্যে পাঠাতে হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া সাধারণ মানুষের কাছে তাঁর আরজি, এখনও যাঁরা দ্বিতীয় ডোজ নেননি, তাঁরা অবশ্যই নিন। তাঁর বক্তব্য, “দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হলে তবে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু করা যাবে।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।