গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল করোনা সংক্রমণ। ওমিক্রন রুখতে উদ্যোগী পুরসভা। কলকাতায় ১৭টি কনটেনমেন্ট পয়েন্ট করতে চেয়ে প্রস্তাব নবান্নে। ডেল্টাকে ছাপিয়ে যাচ্ছে ওমিক্রনের সংক্রমণ। দেশে ওমিক্রনের দ্বিতীয় বলি রাজস্থানের বৃদ্ধ। করোনার সঙ্গেই পাল্লা দিয়ে ভয় ধরাচ্ছে ফ্লোরোনা। চারদিন বাদে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বস্তিতে মহারাজের ভক্তরা।
হেডলাইন:
আরও শুনুন: 29 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- রাজ্যে ফিরতে পারে কনটেনমেন্ট জোন, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. বর্ষশেষে উদ্বেগ বাড়াল রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৪৫১ জন। কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৫৪ জন। সংক্রমণের নিরিখে প্রথমের দিকেই রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৪৯৬ এবং ১২৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে উদ্বেগ হাওড়াতেও। সেখানে একদিনে সংক্রমিত ২৯৮ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ। এদিকে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটে ত্রস্ত গোটা দেশ। বাংলায় এখনও পর্যন্ত মোট ১৭ জনের শরীরে মিলেছে নয়া স্ট্রেনের খোঁজ। ভাইরাসের মোকাবিলায় কলকাতার ১৭টি পয়েন্টকে কনটেনমেন্ট করার ভাবনা কলকাতা পুরসভার। প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে।
2. বর্ষবরণের আগেই বাড়ছে উদ্বেগ। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ফ্রান্স, ব্রিটেনের মতো ভারতেও করোনার ডেল্টা ভ্যারিয়েন্টকে ছাপিয়ে যাওয়া শুরু করেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। অর্থাৎ, বিশেষজ্ঞদের পূর্বাভাস মতোই হু হু করে সংক্রমণ বাড়ছে ওমিক্রনের।
বছরের শেষদিনে দেশে ওমিক্রনের বলি আরও একজন। রাজস্থানের উদয়পুরের বাসিন্দা ৭৩ বছরের প্রৌঢ়ের মৃত্যু হল করোনার নতুন স্ট্রেনে। তিনি করোনা নেগেটিভ হওয়ার পরও একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে খবর। এরপর ফের করোনা পরীক্ষার পর জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা যায়, তিনি পজিটিভ। এ নিয়ে এখনও পর্যন্ত দেশে ২ জনের প্রাণ কাড়ল করোনার নয়া স্ট্রেন। বৃহস্পতিবার মহারাষ্ট্রের বাসিন্দা ৫২ বছরের প্রৌঢ়ের প্রাণ কেড়েছিল ওমিক্রন। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ১৬ হাজার ৭৬৪ জন। বৃহস্পতিবারও যা ছিল ১৩ হাজারের বেশি। একদিনে করোনার বলি দেশের ২২০ জন। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য– দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭০। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ৪৫১ জন।
এদিকে করোনার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা জুড়ে গিয়ে নতুন রোগের জন্ম হল। ডাক্তারি ভাষায় যাকে বলা হচ্ছে ফ্লোরোনা। এই রোগেই প্রথম আক্রান্ত হলেন ইজরায়েলের এক অন্তঃসত্ত্বা মহিলা। সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়েই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।