কোনও কোনও ছবি একজন অভিনেতার কেরিয়ারে মাইলস্টোন হয়ে ওঠে। সন্দেহ নেই, ’83’ ছবিটি রণবীর সিং-এর কেরিয়ারে এখনও পর্যন্ত সেরকমই একটা বিন্দু। যা স্পর্শ করার স্বপ্ন থাকে প্রায় প্রত্যেক অভিনেতার। কপিল দেবের চরিত্রে অভিনয় যে অন্যরকম চ্যালেঞ্জ তা বলার অপেক্ষা রাখে না। রণবীর শুধু সেই চ্যালেঞ্জ গ্রহণই করেননি, যে দক্ষতায় তিনি তা ফুটিয়ে তুলেছেন, তা বিস্ময়ে হতবাক করেছে দর্শককে।
অনুষ্কা শর্মা ঠিকই বলেছেন। ’83’ দেখে তাঁর একদা সহকর্মী রণবীর সিং-এর প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন, গোটা সিনেমায় এমন একটাও ফ্রেম নেই যেখানে রণবীর কোনও ভুল করেছেন। বা তাঁকে বেমানান মনে হয়েছে। সহকর্মীর প্রশংসায় ভরা সার্টিফিকেট হিসেবে কথাটাকে ধরলে একটু ভুলই হবে। কেননা, এই ছবিতে রণবীর সিং যা করেছেন, তা অভিনেতা হিসেবে তাঁকে আরও একটু উচ্চতায় তুলে দিয়েছে। সে কথা তিনি যেমন জানেন, জানে গোটা সিনেমার দুনিয়াও। অনুষ্কার কথাটিকে বলিউডের একটি সামগ্রিক মন্তব্য হিসেবে তাই ধরাই যায়।
আরও শুনুন: কপিলের ঐতিহাসিক ১৭৫-এর রেকর্ড নেই কোথাও, ঝলক ফিরল সিনেমায়
কপিল দেব একজনই হন। বাস্তবে আর-একজন কপিল দেব হয়ে ওঠে যায় না। সে সুযোগ একমাত্র থাকে সিনেমার পরিসরেই। রণবীর সেই সুযোগ পেয়েছিলেন। পরিচালক কবীর খান এক সাক্ষাৎকারে বলেছেন, কপিলকে নিয়ে ভাবনাচিন্তা করতে গিয়ে রণবীরের কথা প্রায় অবধারিত ভাবেই তাঁর মাথায় চলে এসেছিল। চরিত্র অনুযায়ী রণবীরের নিজেকে বদলে ফেলার ক্ষমতা, কণ্ঠস্বরের তারতম্য এইরকম গুণগুলিই নজর টেনেছিল পরিচালকের। কিন্তু তা বলে কপিল দেব! কপিল হয়ে ওঠা তো সহজ কাজ নয়। রণবীর নিজে একাধিক জায়গায় বলেছেন, যিনিই এই কথা শুনেছেন, তিনিই চমকে উঠেছেন। এমনকী খোদ শচীন তেন্ডুলকরও। রণবীর কপিল হচ্ছেন শুনে এমনিতে তিনি খুশিই হয়েছিলেন; কিন্তু তারপরই চলে আসে কপিলের সেই ইউনিক বোলিং অ্যাকশনের প্রসঙ্গ। তা কি অনুকরণ করা সম্ভব! খানিকটা চুপ করে গিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।
আরও শুনুন: ’83’ শুধু ক্রিকেটের ছবি নয়, সম্মান জানাবে নারীদেরও… কেন একথা বলছেন দীপিকা?
ঠিক এখান থেকেই কাট টু সিনেমাহল। পর্দা জুড়ে ছুটে আসছেন কপিলরূপী রণবীর, আর গোটা হল ফেটে পড়ছে উচ্ছ্বাসে, করতালিতে। দর্শকমহলে যাঁদের বয়স হয়েছে, তাঁরা বিস্ময়ে দেখছেন কীভাবে কপিল দেব সত্যি হয়ে উঠেছেন পর্দায়। আর যাঁরা ছবিতে কিংবা ভারচুয়াল দুনিয়াত্র দৌলতে দেখেছেন কপিলের সেদিনের খেলা, তাঁরা তো রীতিমতো বিস্ময়ে বাকরুদ্ধ। এতটা নিখুঁত একজন অভিনেতা কীভাবে হতে পারেন! সেই অদ্বিতীয় বোলিং স্টাইল, হবহু পর্দায় তুলে এনেছেন রণবীর। এ জন্য তাঁকে কসরত কম করতে হয়নি। নিয়মিত বোলিং প্র্যাকটিস তো করেইছেন, সঙ্গে ছিল বলবিন্দর সিং সান্ধুর তত্ত্বাবধানে কপিলের অ্যাকশন রপ্ত করা। সময় দিয়েছেন, খেটেছেন। তার ফলাফল ধরা পড়েছে স্ক্রিনে।
বাকি অংশ শুনে নিন।