ফের কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হলেন ফিরহাদ হাকিম। ডেপুটি মেয়র পদে অতীন ঘোষ। উন্নয়নের দিকে নজর দেওয়ার কড়া নির্দেশ নবনির্বাচিত কাউন্সিলরদের। ৬ মাস পর কাজের রিপোর্ট চান দলনেত্রী মমতা। চেনা অ্যান্টিবডি প্রয়োগে কাবু নয় ওমিক্রন। দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুর হারও। আগামী বছর ১০ দিন আগে থেকে শুরু হবে দুর্গোৎসব।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ফিরহাদ হাকিমেই ফের আস্থা রাখল তৃণমূল। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে দলীয় আলোচনার পর কলকাতা পুরসভার মেয়র হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেন দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি। সকলে সমর্থন জানানোর পর আনুষ্ঠানিক সিলমোহর পড়ে ফিরহাদ হাকিমের মেয়র পদে। ডেপুটি মেয়র পদে আনা হল অতীন ঘোষকে। এর আগেও এই দায়িত্ব সামলেছেন তিনি। পুরসভার চেয়ারপার্সন থাকছেন মালা রায়। মেয়র নির্বাচিত হওয়ার পর ফিরহাদ হাকিম প্রণাম করেন দলনেত্রীকে। তাঁর মাথায় হাত রেখে নেত্রী আশীর্বাদ করে বলেন, ‘ভাল করে কাজ করো।’ এদিন ১২ জন মেয়র পারিষদের নামও ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। নতুন চারজন এসেছেন এই দায়িত্বে। এছাড়া নাম চূড়ান্ত হয়েছে বরো চেয়ারম্যানদের। আবারও মেয়র পদে নির্বাচিত হওয়ার পর আনন্দে আপ্লুত ফিরহাদ হাকিম। বৈঠক শেষে বেরিয়ে হাতজোড় করে জনতার উদ্দেশে কৃতজ্ঞতা জানান তিনি। কাজের অ্যাসেসমেন্ট করা তো খুবই জরুরি, প্রতিক্রিয়া ডেপুটি মেয়র অতীন ঘোষের। আগামী ২৮ তারিখ মেয়র পদে শপথ নেবেন ফিরহাদ।
2. কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে পুরভোট পরবর্তী বৈঠকে নবনির্বাচিত কাউন্সিলরদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মাস পর কে কী কাজ করলেন, সেই সংক্রান্ত রিপোর্ট নেবেন বলে জানান তিনি।
মানুষের স্বার্থে কাজ করাই যে নেতানেত্রীদের কাজ, সেকথা আগেও বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা তৃণমূল সুপ্রিমোর। এ প্রসঙ্গে সদ্য জয়ী কাউন্সিলরদের তিনি বলেন, “এখন তো ৫ বছর হাতে আছে, তা ভাবলে হবে না। আমি ৬ মাস বাদে রিপোর্ট নেব। কে কাজ করল, কে করল না, সরকার ব্যবস্থা নেবে। কথা কম, কাজ বেশি।” আগামী দিনে ঠিক কী কাজ করা প্রয়োজন, সদ্য জয়ী কাউন্সিলরদের সে দিক নির্দেশও করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আজ থেকেই কাজ। হোর্ডিং খুলে রাস্তা পরিষ্কার করুন। রাস্তা দিয়ে যখন যাবেন তাকিয়ে যাবেন। কোথায় রাস্তা ভাঙা, আলো নেই।” তিনি আরও বলেন, “পরিষেবা দিন আগে। কাউকে যাতে হয়রান না হতে হয়, সেদিকে নজর দিন।” কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে ভাল কাজের নিরিখে প্রতিযোগিতা হোক, এমনটাই চান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।