অনলাইন কেনাকাটা করেন নিশ্চয়ই? মোবাইলে এক ক্লিকেই ঘরে চলে আসে গরম খাবার, জামা-জুতো থেকে শুরু করে মুদি-সামগ্রী, প্রসাধনী- প্রায় সবকিছুই। কেনাকাটার সুবিধার জন্য আমাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের ডিটেলস জমা থাকে সবকটি শপিং সাইটইে। তবে সেখানে আমাদের তথ্য কতটা নিরাপদ! টাকা মারের ভয় নেই তো! বিশেষজ্ঞেরা বলেন, আলবাত আছে। আর তার হাত থেকে বাঁচতেই নতুন বছর থেকেই শুরু হতে চলেছে ‘টোকেনাইজেশন’ পদ্ধতি। আরবিআইয়ের এই নয়া নির্দেশিকা সম্পর্কে জানেন কী? আসুন শুনে নিই।
কেনাকাটার সুবিধার জন্য প্রায় সবকটি শপিং সাইটেই আমরা ডেবিট বা ক্রেডিট কার্ড ডিটেলস সেভ করে রাখি। তাতে ১৬ ডিজিটের কার্ড নম্বর মনে রাখার ঝক্কি যেমন কমে, তেমন সময়ও বাঁচে। তবে সে সুখের দিন শেষ!
আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড ডিটেলস সংশ্লিষ্ট ব্যাংক এবং আপনি ছাড়া আর কারুর কাছেই থাকবে না। ডেটা সেভ করে কোনও ই-কমার্স সাইটের সার্ভারে তা আর জমা রাখা চলবে না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থাৎ আরবিআইয়ের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি শপিং সাইট থেকে মেসেজ করে জানানো হয়েছে, মুছে দেওয়া হতে পারে সাইটে সংরক্ষিত আপনার ডেবিট, ক্রেডিট ডিটেলস। এমন মেসেজ হয়তো এখনও পর্যন্ত অনেকেই পেয়েছেন। কেউ বোঝেননি, কেউ বা হয়তো বিষয়টিকে তেমন গুরুত্বই দেননি। কারওর বা মাথায় হাত! এ বার থেকে প্রতিবার অনলাইন কেনাকাটার সময় ১৬ ডিজিটের কার্ড নম্বর দিতে হবে নাকি! তবে তো বিস্তর ঝামেলা!
না অতটাও ঝামেলা নয়! তার জন্যই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আনছে টোকেনাইজেশন পদ্ধতি? আগামী পয়লা জানুয়ারি থেকেই কার্যকর হতে চলেছে বিষয়টি।
আরও খবর: ভারতেই রয়েছে শূন্য টাকার নোট! কী কাজে লাগতে পারে জানেন?
ভাবছেন তো টোকেনাইজেশনটা আবার কী জিনিস? ঘাবড়াবেন না। শুনতে জটিল হলেও ব্যাপারটা কিন্তু অতটাও জটিল নয়।
আপনার ডেবিট কার্ডের সাপেক্ষে আপনাকে একটি করে টোকেন দিতে চলেছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। সেটি দিয়েই আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন। এর জন্য আপনাকে না মনে রাখতে হবে ষোলো অঙ্কের ডেবিট কার্ড নম্বর, না এক্সপেয়ারি ডেট বা সিভিভি নম্বর। বদলে লাগবে শুধুমাত্র একটি টোকেন নম্বর। আর সেটা দিয়েই সারা যাবে গোটা লেনদেন প্রক্রিয়া। ২০২২ সালের পয়লা জানুয়ারির পর থেকে কোনও মার্চেন্ট সাইটই আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড ডিটেলস জমা রাখতে পারবে না। তাতে আপনার তথ্য চুরির ভয় যেমন কমবে, কমবে টাকা মার যাওয়ার আশঙ্কাও।
আরও খবর: Reserve Bank of India: আগস্ট থেকে নতুন নিয়ম ব্যাংকে, বাউন্স করতে পারে চেক
তবে এই টোকেনের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের কাছে অনলাইন আবেদন করতে হবে গ্রাহককে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, কেনাকাটার সময়ে গ্রাহকেরা কোনও থার্ডপার্টি অ্যাপকে ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্যা না দিয়ে, দেবেন শুধু একটি বিকল্প কোড। আর সেটিই আপনার টোকেন। প্রতিটি কার্ডের জন্য আলাদা আলাদা টোকেন পাবেন গ্রাহক। তা মিলবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফেই। ১লা জানুয়ারির আগে মার্চেন্ট সাইটগুলিকে গ্রাহকদের সমস্ত ব্যাঙ্ক ডিটেলস মুছে ফেলারও নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে প্রচার চালাতে শুরু করেছে বেশ কয়েকটি বড় মার্চেন্ট অ্যাপ সংস্থা। ব্যাঙ্কের তরফেও গ্রাহকদের বিষয়টি নিয়ে সচেতন করা শুরু হয়েছে। টোকেনাইজেশন চালু হলে আপনার অনলাইন কেনাকাটার প্রক্রিয়া যেমন আরও সহজ হবে, তেমনই হবে অনেক বেশি সুরক্ষিত। অন্তত তেমনটাই মনে করছে আরবিআই।