দুঃসময় সারা জীবনে কতভাবেই না দরজায় এসে কড়া নাড়ে। আবার কত দরজা তো খুলেও দেয়! অতিমারীর এই দিনকালে ‘হাল ছেড়ো না’র সেই মন্ত্র আমাদের আবারও দিয়েছেন কবীর সুমন। ‘শোনো’–র শ্রোতাদের জন্য লিখিত ও নির্মিত এই দু’টি গানে শুনিয়েছেন নাছোড়বান্দা আশার কথা। মানুষের মৃত্যু হলেও মানব থেকে যায়। ভাইরাস নয়।
সবার ওপরে কে যেন সত্য
কে যেন বলেছে কবে,
কতোটুকু ছোট ভাইরাস বলে
চুপচাপ দেখা হবে।
আমরা মানুষ পৃথিবীর রাজা
কে যেন বলেছে কবে,
কতোটুকু ছোট ভাইরাস বলে
ফুসফুসে দেখা হবে।
আমরা মানুষ সব জেনে গেছি
কে যেন বলেছে কবে
কতোটুকু ছোট ভাইরাস বলে
শেষকালে দেখা হবে।
আমরা মরব তবুও বাঁচবো
ভাইরাস তুমি শোনো
মরবে সবাই তুমিও মরবে
নিস্তার নেই কোনো।।
লেখা: কবীর সুমন
যন্ত্রানুষঙ্গ: এসরাজ ও সারেঙ্গী: দেবাশীষ হালদার; ব্যাঞ্জো: অরূপ সেনগুপ্ত; তবলা ও খোল: জলধর বৈদ্য; পারকাশন: বিশ্বজিৎ রায়; গিটার / বেসগিটার: ধ্রুব বসু রায়; রেকর্ডিস্ট: রনজিৎ প্রসাদ