দুঃসময় সারা জীবনে কতভাবেই না দরজায় এসে কড়া নাড়ে। আবার কত দরজা তো খুলেও দেয়! অতিমারীর এই দিনকালে ‘হাল ছেড়ো না’র সেই মন্ত্র আমাদের আবারও দিয়েছেন কবীর সুমন। ‘শোনো’–র শ্রোতাদের জন্য লিখিত ও নির্মিত এই দু’টি গানে শুনিয়েছেন নাছোড়বান্দা আশার কথা। মানুষের মৃত্যু হলেও মানব থেকে যায়। ভাইরাস নয়।
যতোই তুলুক ফণা অচেনা মরণ
এখনও বর্ষা মেঘ শ্যামল বরণ।
যতই হতাশা এসে আটকায় পথ
এখনো মেঘের ফাঁকে নীলচে শরৎ।
যতই বিপদ আসে লুকিয়ে লুকিয়ে
এখনও সবুজ ঘাস যায়নি শুকিয়ে।
যতই ভাবি না সব শেষ হল বুঝি
ভোর এসে বলে আমি তোমাকেই খুঁজি।
লেখা: কবীর সুমন
যন্ত্রানুষঙ্গ: এসরাজ ও সারেঙ্গী: দেবাশীষ হালদার; ব্যাঞ্জো: অরূপ সেনগুপ্ত; তবলা ও খোল: জলধর বৈদ্য; পারকাশন: বিশ্বজিৎ রায়; গিটার / বেসগিটার: ধ্রুব বসু রায়; রেকর্ডিস্ট: রনজিৎ প্রসাদ