ইন্ডিয়া নয় ভারত! বিতর্ক পুরনো, নতুন করে সামনে এসেছে মাত্র। সম্প্রতি নিজেদের সমস্ত নথিতে দেশের নাম বদলে, শিরোনামে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। কোথায় হয়েছে এমন কাণ্ড? নেপথ্যে কী ব্যাখ্যা কর্তৃপক্ষের? আসুন শুনে নেওয়া যাক।
নাম বদলাচ্ছে দেশের! ইন্ডিয়া নয়, বলতে হবে ভারত। মাস খানেক আগেই এই নিয়ে জল্পনা শুরু হয়। ঘটনার জল গড়ায় বহুদূর। খোদ বিদেশমন্ত্রী অবধি এই প্রসঙ্গে বক্তব্য রাখেন। নতুন বছরে ফের সেই বিতর্ক মাথা চাড়া দিয়েছে। সৌজন্যে বিশ্ববিদ্যালয়। রাতারাতি সমস্ত নথিতে ইন্ডিয়া বদলে ভারত করে ফেলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিরোধী জোটের নামে ‘ইন্ডিয়া’ শব্দটি ব্যবহার হওয়ার পর থেকেই উসকে ওঠে দেশের নামবদলের জল্পনা। দেখা যায়, বারেবারেই দেশকে ‘ভারত’ বলেই সম্বোধন করছেন মোদি সরকারের নেতামন্ত্রীরা। জি-২০ সমাবেশের আগে রাষ্ট্রপতি ভবনের পাঠানো চিঠিতে ‘ইন্ডিয়া’-র পরিবর্তে ‘ভারত’ লেখা হয়েছিল। এমনকি সমাবেশেও প্রধানমন্ত্রী মোদির সামনের ফলকে লেখা ছিল ‘ভারত’। অনেকেই একপ্রকার ধরে নিয়েছিলেন দেশের নাম বদলাচ্ছে। সেই আবহে রাষ্ট্রসংঘে বক্তৃতা রাখতে গিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করও বলেন, ‘নমস্তে ফ্রম ভারত’। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে এই তিন শব্দ দিয়েই নিজের ভাষণ শুরু করেন বিদেশমন্ত্রী। তবে বক্তৃতার শেষে এ বিষয়ে বুঝিয়ে বলেন, “আমি এমন একটি দেশ ও সমাজের পক্ষ থেকে কথা বলছি, যেখানে আধুনিকতার সঙ্গে মিশে গিয়েছে প্রাচীন গণতন্ত্রের ঐতিহ্য। ঐতিহ্য ও প্রযুক্তিকে মিলিয়েই তৈরি হয়েছে আজকের ইন্ডিয়া অর্থাৎ ভারত।” অর্থাৎ ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’, এই কথাটিই শেষে মনে করিয়ে দেন জয়শঙ্কর।
এরপর গঙ্গা অনেক জল বয়েছে। ক্যালেন্ডারের অনেকগুলো পাতা উলটেছে। এমনকি লোকসভা ভোটে জিতে পুনরায় প্রধানমন্ত্রীর কুরসিতে নরেন্দ্র মোদি। এর মাঝে একবারের জন্যও দেশের নামবদল বিতর্ক সামনে আসেনি। ওঠেনি কোনও প্রসঙ্গও। কিন্তু নতুন বছরের শুরুতেই পুরনো বিতর্ক উসকে দিল ইন্দোরের দেবী অহল্যা বাই বিশ্ববিদ্যালয়। রাতারাতি তাদের সমস্ত নথিতে দেশের নাম ভারত করে ফেলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি ছাত্রছাত্রীদের যে ডিগ্রী বা শংশাপত্র দেওয়া হচ্ছে সেখানে ইন্ডিয়ার বদলে লেখা হচ্ছে ভারত। নেপথ্যে কারণ হিসেবে দাবি, ‘এক দেশ, এক নাম-ভারত’। জানা গিয়েছে, ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানুয়াল মিটিং-এ এমন নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজাল্ট থেকে শুরু করে ভর্তীর ফর্ম, সব জায়গাতেই দেশের নাম লিখতে হলে ভারত লিখবে অহল্যাবাই বিশ্ববিদ্যালয়। তবে এমনটা নতুন নয়। বহু আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের কিছু নথিতে দেশের নাম ভারত লেখা হত বলেই দাবি ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবার তা সর্বসমক্ষে স্বীকৃত হল, এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কিত সবরকমের নথিতেই এই নিয়ম লাগু হবে।