ভারতবর্ষের রাম মন্দিরের কথা তো এখন বিশ্বের সকলেই জানেন। কিন্তু বিশ্বের উচ্চতম রাম মূর্তিটিও যে ভারতেই হবে, সে খবর বোধহয় এখনও তেমন করে ছড়িয়ে পড়েনি। সরযূ নদীর তীরেই বসবে সেই মূর্তি। আসুন বিস্তারিত শুনে নেওয়া যাক।
অয্যোধ্যার মন্দিরে থাকবেন রামলালা। আর সরযূর তীরে থাকবে বিশ্বের উচ্চতম রামমূর্তি। যোগীরাজ্যে তৈরি হচ্ছে আরও এক নয়া নজির। পঞ্চধাতুর এই রাম মূর্তি উচ্চতা হবে সর্দার প্যাটেলের মূর্তির থেকেও বেশি।
নতুন এই মূর্তির মূলত দুটি বৈশিষ্ট্য। তা নির্মিত হবে পবিত্র ধাতু অর্থাৎ পঞ্চধাতুতে। দ্বিতীয়ত এটির উচ্চতা হবে প্রায় ৮২৩ ফুট। বল্লভভাই প্যাটেলের মূর্তির উচ্চতা ছিল ৭৯০ ফুট। অর্থাৎ তার থেকেও উঁচু হচ্ছে এই মূর্তি। বিশ্বের বৃহত্তম রামমূর্তি হিসাবেই তা ধরা দেবে। বর্তমানে হরিয়ানায় চলছে এই মূর্তির নির্মাণকাজ। দায়িত্ব পেয়েছেন শিল্পী নরেন্দ্র কুমাওয়াত। দেশের শীর্ষ আদালতের সামনে বাবাসাহেব আম্বেদকরের যে মূর্তি আছে, তাঁর স্থপতি তিনিই। দেশের আরও বহু স্থাপত্যকীর্তিই তৈরি হয়েছে তাঁর হাতে। সেই তিনিই দায়িত্ব নিয়েছেন এই মূর্তি নির্মানের। প্রস্তাবিত এই মূর্তির জন্য খরচ হতে পারে আনুমানিক প্রায় ৩ হাজার কোটি টাকা। তবে, চূড়ান্ত মূর্তি তৈরির আগে একটি নমুনা মূর্তি তৈরির প্রস্তাব দিয়েছে যোগী প্রশাসন। সেই মূর্তিটি হবে ১০ ফুটের। এই নমুনামূর্তি থেকেই আসল মূর্তির রূপ বোঝা যাবে।
আরও শুনুন: ‘মুসলিম বলে রামের ভজনা করব না!’ সম্প্রীতির আলো ছড়িয়ে হেঁটেই রাম মন্দির যাচ্ছেন শবনম
রাম মন্দির ঘিরে এমনিতেই সাজো সাজো রব দেশে। দীর্ঘ বিবাদ বিসংবাদ, আইনি বিতর্কের পরে অযোধ্যায় খুলে যেতে চলেছে রাম মন্দিরের দরজা। সেই আবহে বারে বারেই রামরাজ্য প্রতিষ্ঠার কথাও বলেছেন গেরুয়া শিবিরের একাধিক নেতৃত্ব। রামকে সামনে রেখেই চব্বিশের নির্বাচন বৈতরণীতে খানিক সুবিধাজনক অবস্থানে থাকতে চাইছে বিজেপি, এমনটাও মনে করছে রাজনৈতিক মহল। আর সেই আবহেই এবার রামজন্মভূমিতে বিশ্বের উচ্চতম রাম মূর্তি প্রতিষ্ঠার কথা প্রকাশ্যে এল।