ভাবুন রাতে ঘুম আসছে না, আর আপনি সারা বিছানায় লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। লেডি গাগা, যাঁর স্টেজ পারফরম্যান্স অসংখ্য গুণমুগ্ধের রাতের ঘুম কেড়ে নেয়, তিনিই প্রোগ্রামের আগের সারা রাত ঘুমতে পারেন না। অনেক শিল্পীরই এইরকম অভিজ্ঞতা রয়েছে। থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু সারারাত বিছানায় লাফিয়ে বেড়ানোটা সতি্যই আশ্চর্যের। লেডি গাগা একটি সাক্ষাৎকারে নিজেই বলেছেন, ‘আমার আবেগ এতই প্রবল যে প্রোগ্রামের আগে রাতে আমি ঘুমতে পারি না। এরকমও হয়েছে টানা তিনদিন আমি না ঘুমিয়ে কাটিয়েছি। তখন আমি বিছানায় শুয়ে প্রার্থনা করি আর জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভুলেও কখনও ঘুমের ওষুধ খাই না।’
গত বছরই পপস্টার জাস্টিন বিবার সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা যায় তিনি হাইপারবারিক অক্সিজেন চেম্বারে ঘুমচ্ছেন। এই চেম্বারটি ঘুমনোর সময় তাঁর অক্সিজেন লেভেলের মাত্রা বাড়াতে সাহায্য করবে। জাস্টিন কিছুদিন আগে ইনস্টাগ্রামে জানিয়েছেন, তিনি লাইম ডিসিজে আক্রান্ত। রাতে ঘুমতে পারছেন না।
অস্কারজয়ী অভিনেতা জর্জ ক্লুনির সমস্যাটাও বেশ অদ্ভুত। কানের কাছে টেলিভিশন না চললে ক্লুনির ঘুম আসে না। গভীর ঘুমে রয়েছেন, টেলিভিশন চলছে, এই সময় কেউ যদি টেলিভিশন বন্ধ করে দেন, ঘুম যাবে ভেঙে। বাকি রাতটা জেগেই কাটাতে হবে ক্লুনিকে!
লেখা: শ্যামশ্রী সাহা
পাঠ: কোরক সামন্ত
আবহ: শঙ্খ বিশ্বাস