কথায় বলে দেখলে হবে খরচা আছে! তবে এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। মানে, ভাঙলে হবে খরচা আছে! এই ভাঙা বলতে সম্পর্ক ভাঙার কথা বলা হচ্ছে। দেখা যাচ্ছে, সম্পর্ক টিকিয়ে রাখতে যা খরচ তা ভেঙে বেরিয়ে আসার খরচ অনেকগুণ বেশি। ঠিক কেমন? আসুন শুনে নেওয়া যাক।
প্রেম হোক বা বন্ধুত্ব, সম্পর্ক ভেঙে (Breakup) বেরিয়ে আসা কঠিন। তার চেয়েও কঠিন বিষয়টা মন থেকে মেনে নেওয়া। কিন্তু এই সবকিছু ছাপিয়ে যেতে পারে আরও একটা বিষয়, খরচ। মনে হতেই পারে, সম্পর্ক ভাঙার জন্য আবার কী খরচ? আছে আছে, বিস্তর খরচ রয়েছে, সেসব হিসাব করেও দেখন না অনেকে।
ব্যাপারটা ঠিক কেমন?
‘লাভ এট ফার্স্ট সাইট’, এইসব সিনেমাতেই মানায়। বাস্তবে এমন ঘটনা বিরল। যদি প্রথম দেখায় প্রেম হয়েও যায়, তা টিকিয়ে রাখার অনেক ঝক্কি। ব্যতিক্রম অবশ্যই রয়েছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই পকেটের রেস্ত না থাকলে প্রেম টিকিয়ে রাখা কঠিন। উপহার দেওয়া থেকে শুরু করে মোবাইল রিচার্জ, অনেক কিছুই করতে হতে পারে। ব্যাপারটা যে লিঙ্গভেদে আলাদা তাও না। মানে একটা সম্পর্কে শুধুমাত্র ছেলেরাই খরচ করবে এমন না, প্রেমিকের জন্য দেদার খরচ করতে পারেন প্রেমিকাও। কিছুক্ষেত্রে খরচের বিষয়টা মিউচ্যুয়াল। মানে দুজনেই খরচ করেন। তাতে কোনও সমস্যা নেই। যতক্ষণ না সম্পর্ক ভাঙছে। একবার বিচ্ছেদ হলেই ফ্ল্যাটের ইএমআই কিংবা নেটফ্লিক্সের সাবক্রিপশন, কে দেবে সেই দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কার ভাগে কত খরচ সেই জটিল হিসাবে তালগোল পাকিয়ে যায় অনেককিছু। শুধু কি তাই?
সমস্যা আরও অনেক। দেখা যায় আগামী কয়েক মাস পরের কোনও ট্রিপের জন্য দুজনে মিলে প্যাকেজ বুক করেছেন। সম্পর্ক ভাংলে সেই ট্রিপে যাওয়ার প্রশ্ন নেই। কিন্তু খরচ তো যা হওয়ার হয়ে গিয়েছে। উসুল হবে কীভাবে? দুজনেই সমানভাবে দিলে একরকম, কেউ একজন বেশি টাকা দিলেই মুশকিল। একই নিয়ম ওটিটি সাবক্রিপশনের ক্ষেত্রেও প্রযোজ্য। সম্পর্ক ভাঙলে কার কাছে ওটিটির পাসওয়ার্ড থাকবে সেই নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়। হতেই পারে যিনি টাকা দিয়েছেন তাঁর তেমন সিরজ দেখার নেশা নেই, অন্যজন সারাদিন ওতেই বুঁদ। এমন পরিস্থিতি হলে বিস্তর ঝামেলা হতে বাধ্য। আবার কেউ কেউ ফ্ল্যাটের ইএমআই নিয়ে ঝামেলায় জড়ান। তবে শুধুই যে বিল দেওয়া নেওয়া নিয়ে সমস্যা এমন নয়। ব্রেকাপ পরবর্তী খরচের তালিকায় জুড়তে পারে আরও অনেক কিছুই।
সম্পর্ক ভেঙে (Breakup) বেরিয়ে আসার জন্য মনের সঙ্গে যে লড়াইটা করতে তা রীতিমতো ক্লান্ত করে। সহজভাবে সবকিছু মেনে নেওয়া সবার জন্য সহজ নাও হতে পারে। এখানেই সহায় হতে পারে থেরাপি। মনোবিদের সঠিক পরামর্শ জীবনকে নতুনভাবে চিনতে শেখায়। কিছুক্ষেত্রে তা বেশ খরচসাপেক্ষ। তাহলে এই টাকাটাও খরচের কারণ ওই সম্পর্ক ভাঙা! এসব হিসাব খুব একটা কেউ করে না। কিন্তু করলে হয়তো দেখা যাবে, টাকার অঙ্কটা ভালোই। কেউ কেউ আবার মনের ব্যথা ভুলতে ঘুরতে যান। পাহাড় কিংবা পছন্দের জায়গায় মোটা টাকা খরচ করে কাটিয়ে আসেন বেশ কয়েকদিন। নিজেকে ভালো রাখতে এতটুকু কার্পণ্য করেন না অনেকেই। তাতে মন ভালো হয় নিঃসন্দেহে, কিন্তু সম্পর্ক ভাঙার খরচ বাড়তেই থাকে। একটু খেয়াল করলেই হয়তো দেখা যাবে, এই সমস্যার মধ্যে অনেকে রয়েছেন। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, একটু বুদ্ধি খাটিয়ে খরচ করুন। ভবিষ্যতের কথা ভেবে পদক্ষেপ করলে এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব। শুধু তাই নয়, সম্পর্ক ভাঙলে আরও অনেক উপায় আছে নিজেকে ঠিক করার। হিসাবের কথা ভুলে নিজের জন্য দেদার খরচও বুদ্ধিমানের কাজ নয়, মনে করছেন বিশেষজ্ঞরা।