তুমি এলে
বিষণ্ণ আকাশের মত
সন্ধ্যেতারার আলো মেখে
ঘরে ফেরা পাখির ডানায়
অস্তাচলের আলো এঁকে
তুমি এলে…
বলা আর না বলার মাঝখানে
এই অনুভব,
আলো বুঝি নিভে গেছে,
থেমে গেছে উৎসব
বলা হয়ে গেছে তবু
বলা যেন হয়নি কিছুই
ঘরে ফেরা পাখির ডানায়
অস্তাচলের আলো এঁকে
তুমি এলে…
মেনে নাও এবারের মত
স্বপ্ন মানেই স্তুপাকার মিথ্যের সারি
সব ফুল ফুটবে না,
মাঝপথে ঝরে যাবে কুঁড়ি।
যাওয়া আর না যাওয়ার মাঝখানে
এই অবসর
থেমে গেছে মুহূর্ত
থেমে গেছে বুঝি চরাচর।
শেষ হয়ে গেছে তবু, শেষ যেন হয়নি কিছুই,
ঘরে ফেরা পাখির ডানায়
অস্তাচলের আলো এঁকে
তুমি এলে…
লেখা: সুযোগ বন্দ্যোপাধ্যায়
পরিচালনা: সুযোগ বন্দ্যোপাধ্যায়
যন্ত্রানুষঙ্গ: শুভাশিস চক্রবর্তী