দলের পরিত্রাতা নন, আদতে দলের জন্য ‘রাহু’ হয়ে উঠছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতাকে বিঁধে বিস্ফোরক মন্তব্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। ঠিক কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
মোদি পদবি নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে বর্তমানে সরগরম রাজনৈতিক মহল। কংগ্রেস নেতার মন্তব্যের বিরোধিতা করে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। এবার সেই তালিকায় নয়া সংযোজন বিজেপির হেভিওয়েট নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর দাবি, রাহুল গান্ধী না এই দেশের ব্যাপারে কিছু জানেন, না এই দেশের নীতির ব্যাপারে। রাহুলের নাম বিকৃত করে বিজেপি নেতার তোপ, আসলে কংগ্রেসের জন্য অশুভ ‘রাহু’ হয়ে উঠেছেন রাহুল গান্ধী। গোটা দেশের জন্য অমৃত কাল চললেও কংগ্রেসের জন্য আসলে রাহুকাল চলছে, এমনটাই দাবি শিবরাজ সিং চৌহানের।
আরও শুনুন: গান্ধী বনাম সাভারকর! আদর্শের বিরোধ ফিরল, নাকি ভোটের ফাঁদেই দেশের রাজনীতি?
যদিও এর আগেও এহেন দাবি উঠেছে বিজেপি শিবির থেকেই। মোদি পদবি নিয়ে বিতর্কে রাহুল কারাবাসের সাজা পাওয়ার পরেই কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু বলেছিলেন, আদৌ কংগ্রেস শিবিরের হাল ধরছেন না রাহুল গান্ধী। বরং তাঁর জন্যই ভরাডুবি হতে চলেছে দলের। আইনমন্ত্রীর আরও বক্তব্য ছিল, এ কথা তিনি নিজে বলছেন না, আসলে কংগ্রেসের অন্দরেই এহেন জল্পনা চলছে বলে দাবি করেছিলেন তিনি। এবার সেই একই সুরে সুর চড়ালেন শিবরাজ সিং চৌহানও। একা রাহুল গান্ধীই নন, কংগ্রেস নেতাদের সকলকেই ‘গান্ধী-নেহরু পরিবারের দাস’ বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর দাবি, এই পরিবারের যে রাজনৈতিক পরম্পরা রয়েছে, সেখানে সবচেয়ে দুর্বল, দায়িত্বজ্ঞানহীন এবং ব্যর্থ নেতা রাহুল গান্ধী। কিন্তু ওই পরিবারের প্রতি বশ্যতা থেকেই তাঁকে জাতীয় নেতা বানানোর জন্য উঠেপড়ে লেগেছেন হাত শিবিরের নেতৃত্ব। আর সেই কারণেই রাহুল আইনি শাস্তি পেলেও আদালতের রায় মানতে নারাজ কংগ্রেস। এই গোটা বিষয়টিকেই নিম্নবর্গের প্রতি অপমান বলে দাবি করেছেন হেভিওয়েট বিজেপি নেতা। এই ইস্যুতে রাজিব গান্ধীর শাহবানো কেসের রায়কে মান্যতা না দেওয়ার প্রসঙ্গও তুলে এনেছেন তিনি। রাহুল কাণ্ডে কংগ্রেসের সত্যাগ্রহ ঘোষণার বিরুদ্ধেও কড়া আক্রমণ শানিয়েছেন এই নেতা।
আরও শুনুন: ‘বিদেশিনীর সন্তান দেশপ্রেমিক হবে কী করে!’ রাহুলকে বেনজির তোপ বিজেপির
কংগ্রেস যখন হারানো জমি ফেরত পাওয়ার জন্য নতুন করে লড়াইয়ে নেমেছে, ভারত জোড়ো যাত্রা করে গোটা দেশকে এক সুতোয় বাঁধতে চেয়েছেন রাহুল, তার পরে পরেই তিনি আইনি শাস্তির মুখে পড়ায় কংগ্রেস খানিক ব্যাকফুটে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এই পরিস্থিতিতে মোদি পদবি নিয়ে মন্তব্য এবং সাম্প্রতিক কালের অক্সফোর্ড বিতর্ক নিয়ে কংগ্রেস নেতার বিরুদ্ধে একযোগে তোপ দাগছেন বিজেপি নেতারা। সেই সুরেই এবার রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।